ছাত্রীকে যৌন নিপীড়ন : প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি ■ বাংলাদেশ প্রেস
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে লুৎফর রহমান (৫০) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের বুড়িরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লুৎফর রহমান উপজেলার বড়াবাড়ি এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়িও বিদ্যালয়ের পাশেই।
শিক্ষার্থীর অভিভাবকদের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়াবাড়ি এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লুৎফর রহমান ওই বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন ছলনায় স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। গত সপ্তাহে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে পকেটে টাকা আছে কিনা দেখার অজুহাতে তার শরীরে হাত দিয়ে বাথরুমে আসতে বলেন প্রধান শিক্ষক লুৎফর রহমান। বাথরুমে গেলে তাকে বিশ টাকা দেয়ার প্রস্তাবও দেন তিনি।
পরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারকে অবগত করলে তারা ওই ছাত্রীর সাময়িকভাবে স্কুল যাওয়া বন্ধ করে দিয়ে স্থানীয় ভাবে বিচার প্রার্থী হন। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে পরিবারের লোকজন বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। একইভাবে আদিতমারী থানায়ও একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর মা।
আদিতমারী থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষক লুৎফর রহমানকে উপজেলা সদরের বুড়িরবাজার থেকে গ্রেফতার করে।
তবে অভিযোগ অস্বীকার করে গ্রেফতারকৃত প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, বিদ্যালয়ের জমি নিয়ে ওই ছাত্রীর এক আত্মীয় অভিযোগ করেছিলেন। সে অভিযোগে বিদ্যালয়ের কোন ক্ষতি করতে না পেরে তাকে নাজেহাল করতে এমন ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন। তিনি উচ্চতর তদন্ত দাবি করেন।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীসহ তার অভিভাবকদের বক্তব্য শুনে আইনের আশ্রয় নিতে এবং থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তাৎক্ষণিক নির্দেশ দেয়া হয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগে প্রধান শিক্ষক লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
- ছাত্রলীগ নেতার প্রক্সি দিতে গিয়ে যুবক কারাগারে
- কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
- নড়াইলে সেনাবাহিনীর ভূয়া পরিচয় পত্র দেখিয়ে একাধিক বিয়ে , কোর্টে মামলা
- নড়িয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলায় আর টিভি’র সাংবাদিক সহ ১০জনের বিরুদ্ধে মামলা
- বন্ধ হচ্ছে জবির সান্ধ্যকালীন কোর্স
- নাগরিকত্ব বিলের প্রতিবাদে মামলার হুঁশিয়ারি দিয়েছে মুসলিম লীগ
- সেনাদের বিচারে মিয়ানমারের আশ্বাসে আস্থার কারণ নেই: গাম্বিয়া
- সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবলে কিশোরগঞ্জ জেলা চ্যা¤িপয়ন
- বর্তমান সরকার দেশের মানুষকে চাকরে পরিণত করেছে: মিনু
- দক্ষিন আইচা থানা এলাকায় মাদ্রাসার ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় আটক -১
- শুনানিকালে পাথরের মতো বসেছিলেন সু চি
- কাঠগড়ায় দাঁড়িয়েও সু চির মিথ্যাচার!
- অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ মির্জা ফখরুলের
- সু চি'র বাঙালি নারীদের প্রতি নগ্ন বক্তব্যের প্রতীবাদ জানাচ্ছি-"এই ক্ষেত্রে রাষ্ট্রের দায় কতটা" ?
- শাহজালাল বিমানবন্দরে দুই ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট
- বদলগাছীতে গাঁজাসহ মাদকব্যবসায়ী কমলা সুন্দরী আটক!!
- প্রথম বিয়ের সময় অনেক ছোট ছিলাম : অপু বিশ্বাস
- রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’ শ্লোগান চান হাইকোর্ট
- গুরুদাসপুরে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষকের মামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ
- প্রধানমন্ত্রীকে আইএস দিয়ে হত্যার হুমকির অভিযোগ এনে মামলা