মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং হানিফ পরিবহনের বাস জব্দ
চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি
ফেনী জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ কোটি টাকা মূল্যের ২০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং হানিফ পরিবহনের বাস জব্দ
১। বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম এ বৎসর ০১ জানুয়ারি ২০১৭ হতে অদ্য ০৭ জুলাই ২০১৮ ইং তারিখ পর্যন্ত সর্বমোট ৪৪৫ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৫৪ টি ম্যাগাজিন এবং ৫,৭৪৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৮৭ লক্ষ ৪০ হাজার ৬৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৮ হাজার ০৫ বোতল ফেন্সিডিল, ৩,৪৫৫ বোতল বিদেশী মদ ও বিয়ার, ০৮ লক্ষ ০৬ হাজার ৩২১ লিটার দেশীয় তৈরী মদ, ৯৪০ কেজি ৯৩ গ্রাম গাঁজা, ৪১২ গ্রাম হেরোইন এবং ৭ কেজি ৪২৫ গ্রাম আফিম উদ্ধার করেছে।
২। এরই ধারাবাহিকতায়, র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে একটি বাস যোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৭ জুলাই ২০১৮ ইং তারিখ ১৭২০ ঘটিকার সময় র্যাবের একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন পশ্চিম রামপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। এ সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী হানিফ পরিবহনের ০১টি বাসের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা বাসটিকে থামানোর সংকেত দিলে ড্রাইভার গাড়ীটি থামানোর সাথে সাথে র্যাব সদস্যরা বাসটি তল্লাশী করে বাসের ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বাসের ড্রাইভার আসামী মোঃ জাহাংগীর আলম (৫০), পিতা- বজলুর রহমান, গ্রাম- খিতাব খাঁ, থানা- রাজারহাট, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে দীর্ঘদিন যাবত উক্ত বাসের মাধ্যমে সুকৌশলে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ০১ কোটি টাকা।
৩। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ)/২১ ধারা মোতাবেক ফেনীর জেলার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
- দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের হার বাংলাদেশের
- সোহেল তাজ আসছে আপনার দরজায়
- সঞ্চালন লাইনে ফাটল, রাজধানীর বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ
- রাজ্জাক পদত্যাগ করায় ‘ব্যথিত ও মর্মাহত’ বাংলাদেশ জামায়াত
- ইয়াবাকারবারিদের আত্মসমর্পণ: সাড়ে তিন লাখ ইয়াবা ও ৩০ অস্ত্র জমা
- পায়রায় ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সিমেন্সের সঙ্গে চুক্তি
- আখেরি মোনাজাতে শেষ হলো যোবায়েরপন্থিদের ইজতেমা
- প্রধানমন্ত্রীকে ৯৮ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থার অভিনন্দন
- মুজিব বর্ষ উদযাপন কমিটিতে সালাউদ্দিন-মাশরাফি
- ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী আজ
- ৬০ দিনের মধ্যে সড়কের বিপজ্জনক খুঁটি সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট
- দেশে ফিরে আসার শর্তে শিক্ষাবৃত্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী
- সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন ট্রেন এসে পৌঁছেছে দেশে
- পল্লীবিদ্যুতের দালালকে নিয়ন্ত্রণ করে অফিসার
- বনবিভাগের মালি শত কোটি টাকার মালিক!
- ৩৮ বিজিবির অভিযানে অপহরণের ৩দিন পরে ১ব্যক্তিকে উদ্ধার
- অভিন্ন পদ্ধতিতে হবে শিক্ষক-কর্মচারী নিয়োগ
- হাতীবান্ধায় ভেজাল খাদ্য তৈরির দায়ে কারখানা মালিকের জেল
- মুদির দোকান থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার কিশোরী
- চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক আহত