ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত
ক্রীড়া প্রতিবেদক ■ বাংলাদেশ প্রেস
ভারতের কাছে বিশ্বচ্যাম্পিয়নদের স্বপ্নভঙ। টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতে নিল ভারত। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে ২০২০ টি-২০ বিশ্বকাপের মহড়া শুরু করল টিম ইন্ডিয়া। মঙ্গলবার গায়ানায় সিরিজের শেষ টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত। ১৪৭ রান তাড়া করে বিরাট কোহলি ও ঋষভ পন্তের হাফ-সেঞ্চুরিতে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
রোহিত শর্মার অনুপস্থিতিতে এদিন শিখর ধাওয়ানের সঙ্গে ভারতীয় ইনিংসের শুরু করেন লোকেশ রাহুল। যদিও শুরুটা ভালো হয়নি ভারতের। ব্যক্তিগত ৩ রানে ডাগ-আউটে ফেরেন ধাওয়ান। কিন্তু তিন নম্বরে ব্যাটিং করতে নেমে শক্ত হাতে ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন কোহলি। রাহল ব্যক্তিগত ২০ রান করে ডাগ-আউটে ফিরলেও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২১তম হাফ-সেঞ্চুরিটি করেন কোহলি। শুধু তাই নয়, তৃতীয় উইকেটে পন্তকে নিয়ে ১০৬ রান যোগ করে ভারতকে নিশ্চিত জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন কোহলি। ৪৫ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন আউট হন বিরাট।
ক্যাপ্টেন ডাগ-আউটে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পন্ত। ৪২ বলে চার ছক্কা ও চারটি বাউন্ডারি-সহ ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে এই সিরিজে প্রথম উইকেটকিপারের ভূমিকা পালন করা পন্ত এদিন ব্যাট হাতে দলকে জেতাতে বড় ভূমিকা নেন। তার ও বিরাটের হাফ-সেঞ্চুরিতে ৫ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।
এদিন বৃষ্টির জন্য প্রায় দেড় ঘণ্টা পরে টস হয়। সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কোহলি৷ ব্যাটিং করতে মাত্র ১৪ রানে তিন উইকেট হারিয়ে ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত বোলিং করেন দীপক চাহার। তিন ওভারে মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ডানহাতি পেসার। পাওয়ার প্লে-তে (৬ ওভার) তিন উইকেট হারিয়ে মাত্র ২২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
প্রাথমিক বিপর্যয় কাটিয়ে পোলার্ড ও পাওয়েলের ব্যাটে লড়াইয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ বলে ছয় ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে ৫৮ রানের গুরুত্বরপূর্ণ ইনিংস খেলেন পোলার্ড। সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে হাফ-সেঞ্চুরি পেলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ভয়ংকর হয়ে ওঠা পোলার্ডকে ডাগ-আউটে ফেরান নভদীপ সাইনি। শেষ দিকে ২০ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন পাওয়েল। কিন্তু পোলার্ডের হাফ-সেঞ্চুরি এবং রভম্যান পাওয়েলের ঝোড়ো ইনিংসে ৬ উইকেটে ১৪৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। চার ওভারে ৩৪ রান দিয়ে দু’টি উইকেট নেন সাইনি।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রাখার আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। ফ্লোরিডার প্রথম দু’টি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে থেকে এদিন গায়ানার প্রভিন্স স্টেডিয়ামে নেমেছিল কোহলি বাহিনী। এদিন ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া৷
- নাগরিকত্ব বিলের প্রতিবাদে মামলার হুঁশিয়ারি দিয়েছে মুসলিম লীগ
- সেনাদের বিচারে মিয়ানমারের আশ্বাসে আস্থার কারণ নেই: গাম্বিয়া
- সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবলে কিশোরগঞ্জ জেলা চ্যা¤িপয়ন
- বর্তমান সরকার দেশের মানুষকে চাকরে পরিণত করেছে: মিনু
- দক্ষিন আইচা থানা এলাকায় মাদ্রাসার ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় আটক -১
- অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে তৈরী হচ্ছে ফাস্ট ফুড খাদ্য সামগ্রী বেকারী পন্য
- নড়াইলের মধুমতি নদীতে বাঁশের বেড়া ও কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন
- নড়াইলে সাজা প্রাপ্ত আসামী ও তামাক সেবনের দায়ে যুবকের ৬ মাসের জেল
- হঠাৎ বাতিল পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর
- বেগম জিয়াকে জামিন দেন তাতে সরকারের কোন দুশ্চিন্তার কারণ নেই: পরিকল্পনামন্ত্রী
- শুনানিকালে পাথরের মতো বসেছিলেন সু চি
- কাঠগড়ায় দাঁড়িয়েও সু চির মিথ্যাচার!
- অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ মির্জা ফখরুলের
- সু চি'র বাঙালি নারীদের প্রতি নগ্ন বক্তব্যের প্রতীবাদ জানাচ্ছি-"এই ক্ষেত্রে রাষ্ট্রের দায় কতটা" ?
- শাহজালাল বিমানবন্দরে দুই ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট
- বদলগাছীতে গাঁজাসহ মাদকব্যবসায়ী কমলা সুন্দরী আটক!!
- প্রথম বিয়ের সময় অনেক ছোট ছিলাম : অপু বিশ্বাস
- রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’ শ্লোগান চান হাইকোর্ট
- গুরুদাসপুরে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষকের মামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ
- প্রধানমন্ত্রীকে আইএস দিয়ে হত্যার হুমকির অভিযোগ এনে মামলা