২০ বছর পর ঢাকার মঞ্চে ‘গ্যালিলিও’
সাংস্কৃতিক প্রতিবেদক
আজ থেকে প্রায় বিশ বছর আগে ঢাকার মঞ্চে কাঁপিয়ে রেখেছিলো নাট্যচরিত্র ‘গ্যালিলিও’। বিশ বছর পর সেই চরিত্রটি নিয়ে নাট্যাভিনেতা আলী যাকের-ঢাকার মঞ্চে ফিরে বীরদর্পে। এসেই দরাজ কণ্ঠে বললেনÑ‘অভাগা সে দেশ, যার বীরপুত্রের প্রয়োজন’। ‘গ্যালিলিও’ হয়েই আলী যাকেরের মঞ্চে ফিরে আসার সঙ্গে মঞ্চে ফিরলেন সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করা আসাদুজ্জামান নূর। তাদের নাট্যমঞ্চে ফেরার মধ্যে দিয়েই গেলো কয়েকদিন ধরেই নাট্যাঙ্গণে আলোচনা থাকা ‘গ্যালিলিও’ নামের নাটকটি ফিরে এলো নবরূপে। রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাট্যপ্রেমীদের উপচে পড়া ভিড়কে সঙ্গী করেই শুক্রবার নবরূপের ‘গ্যালিলিও’ মঞ্চস্ত হলো।
বছর ত্রিশেক আগে ঢাকার মঞ্চে যোগ হয় নতুন নাটক ‘গ্যালিলিও’। আতাউর রহমানের নির্দেশনায় অল্প সময়েই ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়ে যায় নাগরিক নাট্য সম্প্রদায়ের এই নাটকটি। ১৯৯৮ সালে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় নাটকটির প্রদর্শনী। এর মূল অভিনেতা আলী যাকেরের অসুস্থতা, আসাদুজ্জামান নূরের ব্যস্ততা, খালেদ খানের মৃত্যুতে নাটকটি স্মৃতির পাতাতেই আবদ্ধ হয় যায়। আগের নাটকের অনেকটা সংক্ষেপিত রূপের নাগরিক নাট্য সম্প্রদায়ের এ নাটকটির শুক্রবার হয়ে গেল প্রথম প্রদর্শনী। নাটকটির নবরূপায়নের নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার। নব রূপায়নে প্রায় আড়াই ঘণ্টা সময় ব্যাপ্তির নাটকটি দেড় ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। বার্টল্ট ব্রেখটের ‘দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি’ অবলম্বনে ‘গ্যালিলিও’ নাটকটির অনুবাদ করেন অধ্যাপক আবদুস সেলিম।
দীর্ঘদিন পর অভিনয় করা প্রসঙ্গে আলী যাকের বলেন, শারীরিক অসুস্থতার জন্য কারণে মঞ্চে অভিনয় করতে বা নির্দেশনা দিতে পারছেন না তিন। তবে শরীর যদি সায় দেয়, তবে এ নাটকের মধ্য দিয়েই তিনি নিয়মিত অভিনয় করবেন বলে জানান।
আসাদুজ্জামান নূর বলেন, প্রায় বিশ বছর পর এই নাটকের মাধ্যমে আবার মঞ্চে ফিরে এলেন তিনি। অভিনয় সবসময়ই টানলেও, রাজনৈতিক ব্যস্ততায় অভিনয় করা হয়ে উঠে না। এখন থেকে নিয়মিত নাটকে অভিনয় করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
নাটকের কাহিনির সময়কাল ১৬০৯ সাল। ইতালির বিখ্যাত পদার্থ ও অঙ্কশাস্ত্রবিদ গ্যালিলিও গ্যালিলি ঘোষণা করলেন সূর্য স্থির ও পৃথিবী ঘূর্ণমান। আরও বললেন সৌরজগতে স্ফটিক স্তর বলে কোন কিছুর অস্তিত্ব নেই। এর আগে মানুষ জানতো, পৃথিবী স্থির ও সূর্য এর চারপাশে ঘুরে আলোকিত করছে পৃথিবীকে। মানুষের এতদিনের বিশ্বাসে আঘাত হানে গ্যালিলিওয়ের এ মতবাদ। খেপে উঠেন চার্চের অধিকর্তা। বছর দশেক আগে এমন কথা বলায় পুড়িয়েও মেরে ফেলা হয়েছিলো একজনকে। যুক্তিকে সঙ্গী করে গ্যালিলিও ছুটে যান মানুষের কাছে। প্লেগের মতো মহামারিও তাকে আটকে রাখতে পারেনি। চার্চের ক্ষমতা আর রাষ্ট্রযন্ত্রের সামনেও মাথা নত করেনি। তবে শারীরিক যন্ত্রণার কাছে নতি স্বীকার করে ১৬৩৩ সালের ২২ জুন যে স্বীকার করে তার মতবাদ ভুল। সঙ্গে সঙ্গে থেমে যায় ইতালির সমস্ত গবেষণা, নতুন চিন্তা আর আবিষ্কারের পথ। তার অনুসারীকে গ্যালিলিওকে কলঙ্কের নাম বলে ঘোষণা দেন। গ্যালিলিও চলে যান ধর্ম আদালতের কড়া নজরদারীতে। নিজেকে গুটিয়ে নিয়েছিলেন আর্চ বিশপের মতামত দেওয়া আর হোরেসের মধ্যে। কিন্তু নিজের মধ্যে গর্ববোধ আগলে রেখেছিলেন সযতেœ। মৃত্যুর আগে লিখে রেখেছিলেন তার মতবাদ। পরবর্তী প্রজন্মকে জানিয়ে গিয়েছিলেন বিজ্ঞান সাধারণের জন্য, সবার জন্য।
‘গ্যালিলিও’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন আলী যাকের, আসাদুজ্জামান নূর অভিনয় করছেন অধ্যক্ষ, বারবেরিনি ও পোপ চরিত্রে। খালেদ খানের চরিত্র আন্দ্রিয়া সার্তি চরিত্রে পান্থ শাহরিয়ার, সিনোরা সার্তি চরিত্রে ফারহানা মিছু, লুদোভিকা মার্সিলি চরিত্রে মোস্তাফিজ শাহীন, সাগরেদো ও বেলারমিন চরিত্রে কাওসার চৌধুরী, ফেদারজোনি চরিত্রে ফারুক আহমেদ, ধর্মযাজক চরিত্রে ফখরুজ্জামান চৌধুরীনহ নাগরিকের নতুন ও পুরোনো অভিনেতারা নাটকটিতে অভিনয় করেছেন।
- দেশে ফিরে আসার শর্তে শিক্ষাবৃত্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী
- শিক্ষা ও মেধাকে প্রাধান্য দিয়ে আমাদের এগোতে হবে : মোস্তাফা জব্বার
- নির্বাচনে কারচুপি হলে কেন প্রতিহত করলেন না : বিএনপিকে নাসিম
- আজ ১৫-ই ফেবুয়ারী চৌগাছার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিকট ঐতিহাসিক দিন
- কুষ্টিয়ায় ট্রলির চাকায় এক গৃহবধু নিহত
- অশান্ত জনপদে শান্তি চায় স্বজনহারা পরিবার
- আক্কেলপুরে আওয়ামীলীগের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত
- জীবননগরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
- দেশে ফিরেছে সাইপ্রাসে সড়ক দূর্ঘটনায় নিহত রিপনের মরদেহ
- হাতীবান্ধায় ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী গ্রেফতার
- ৬০ দিনের মধ্যে সড়কের বিপজ্জনক খুঁটি সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট
- সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন ট্রেন এসে পৌঁছেছে দেশে
- পল্লীবিদ্যুতের দালালকে নিয়ন্ত্রণ করে অফিসার
- বনবিভাগের মালি শত কোটি টাকার মালিক!
- দেশে ফিরে আসার শর্তে শিক্ষাবৃত্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩৮ বিজিবির অভিযানে অপহরণের ৩দিন পরে ১ব্যক্তিকে উদ্ধার
- হাতীবান্ধায় ভেজাল খাদ্য তৈরির দায়ে কারখানা মালিকের জেল
- মুদির দোকান থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার কিশোরী
- অভিন্ন পদ্ধতিতে হবে শিক্ষক-কর্মচারী নিয়োগ
- চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক আহত