মহিলা সমিতিতে শুরু হলো বৈশাখী নাট্যোৎসব
বাংলাদেশ প্রেস
পহেলা বৈশাখ বরণের রং আর উৎসবের চিহ্ন এখনও লেগে আছে যেন। কাটেনি আয়োজনের আমেজও। নতুন বছর আর পহেলা বৈশাখ বরণের উৎসবের বর্ণিল সেই রঙ আমেজকে আরেকট রাঙাতে শুরু হলো ‘বৈশাখী নাট্যোৎসব’। বাংলাদেশ মহিলা সমিতির আয়োজনে গতকাল বৈশাখের তৃতীয় দিন থেকে শুরু হয়েছে এই নাট্যোৎসব।
এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি’র নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আয়োজন। এই আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসব উদ্বোধনের পাশাপাশি প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেন নাট্যোৎসব কমিটির আহ্বায়ক রামেন্দু মজুমদার। শুভেচ্ছা বক্তব্য শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন নাট্যজন মামুনুর রশীদ ও মহিলা সমিতির নির্বাহী সদস্য নীপা সারোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান।
উদ্বোধনী বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, এই মহিলা সমিতির মঞ্চেই বাংলাদেশের গ্রুপ থিয়েটারের চর্চা শুরু হয়েছিল। যখন আমরা শুরু করি, তখন এটিই ছিল একমাত্র মঞ্চ। সংস্কারের কারণে দীর্ঘদিন এই মঞ্চটি বন্ধ ছিল। তাই এর দর্শক হারিয়েছে। এ ধরনের আয়োজন দর্শক ফিরিয়ে আনতে কাজ করবে। সে সঙ্গে এ মঞ্চের ভাড়া রেহাতি হারে দিতে পুনরায় সরকার ভূর্তুকি দিবে বলে আশ্বাস দেন সংস্কৃতিমন্ত্রী।
লিয়াকত আলী লাকী বলেন, মহিলা সমিতি মানেই আমাদের শিহরণ। গ্রুপ থিয়েটারের চর্চ্ াএবং বিকাশে এ মঞ্চের ভূমিকা অপরিসীম।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চায়ন হয় আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত নাটক ‘রাঢাঙ’। এ নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন মামনুর রশিদ। সাঁওতাল বিদ্রোহের কাহিনীকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকটি। অধিকার আদায় করতে গিয়ে শোষণ আর অত্যাচারের শিকারের হতে হয় তাদের। বসতভিটা দখল করে নেয় সমাজের প্রভাবশালীরা। সাঁওতালদের উচ্ছেদ করার চেষ্টা চালানো হয়। লেলিয়ে দেয়া হয় পুলিশকে। যখন তাদের ঘামে ফলানো ফসল কেটে নিয়ে যায় তখন তারা ফেটে পড়ে বিদ্রোহে। সাঁওতাল যুবক আলফ্রেড সরেনের নেতৃত্বে হাতেম ও গদাইয়ের সাঙ্গপাঙ্গদের সঙ্গে লড়াই বাধে। সামান্য তীর-ধনুক দিয়ে ভাড়া করা গুন্ডা বাহিনীর সঙ্গে পেরে ওঠে না সাঁওতালরা। লড়াইয়ে করুণ পরাজয় ঘটে সাঁওতালদের। নিহত হয় তাদেও নেতা আলফ্রেড সরেন। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, শামীম জামান, জয়রাজ, শামীমা শওকত লাভলী, আমানুল হক হেলাল, হাসিম মাসুদ, আরিফ হোসেন আ পেল, সাজ্জাদ সাজু প্রমুখ।
আজ মঙ্গলবার, উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হবে নাট্যদল দেশ নাটকের প্রযোজনা নিত্যপুরাণ। কাল বুধবার তৃতীয় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ‘ঘর জামাই’। বৃহস্পতিবার চতুর্থ দিনে থিয়েটার মঞ্চস্থ করবে ‘মেরাজ ফকিরের মা’। এছাড়া উৎসবের বাকি দিনগুলোয় ধারাবাহিকভাবে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের ‘ধাবমান’, লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) ‘কঞ্জুস’, পদাতিক নাট্য সংসদের (টিএসসি) ‘গুনজান বিবির পালা’, বটতলার নাটক ‘ক্রাচের কর্নেল’, আগন্তুক মঞ্চস্থ করবে ‘ধলেশ্বরী অপেরা’, থিয়েটার আর্ট ইউনিট মঞ্চস্থ করবে ‘গোলাপজান’, ঢাকা পদাতিক মঞ্চস্থ করবে ‘পাইচো চোরের কিচ্ছা’, প্রাচ্যনাট পরিবেশন করবে ‘সার্কাস সার্কাস’, প্রাঙ্গণেমোর মঞ্চস্থ করবে ‘কনডেম্ড সেল’, নাটগরিক নাট্যাঙ্গন উপস্থাপন করবে ‘ক্রীতদাসের হাসি’ এবং ৩০ এপ্রিল সমাপনী দিনে মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন নাটক ‘ওপেন কাপল’।
আগামী ৩০ এপ্রিল শেষ হবে পক্ষকালব্যাপী এই বৈশাখী নাট্যোৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় উৎসবের সহযোগী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।
- যশোরের বাগআঁচড়ায় যৌতুকের দাবী পুরন না করায় স্বামীর হাতে স্ত্রী খুন
- ভালুকায় বাংলা নববর্ষ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক চাকুরীর পরীক্ষার্থী নিহত
- আইলমারা পাড়া ধম্মাজয়ো বৌদ্ধ বহিারে ৬৫লক্ষ টাকা প্রকল্পন উদ্ভোধন করলনে - বীর বাহাদুর
- ইউপিডিএফ এর হুমকিতে উদ্বাস্তু ৩৮ পরিবার, প্রশাসনের ত্রাণ বিতরণ
- মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজে বিশুদ্ধ খাবার পানি সরবরাহে চরম সংকট
- তাহিরপুরে পল্লী বিদ্যুতের খুটির চাঁপায় পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- রাবিতে নাটোর জেলা সমিতির অভিষেক আলোচনাসভা
- সিরিয়ায় মাটির নিচের বাংকারে নেয়া হচ্ছে পরীক্ষা
- থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- নড়াইলে কর্মরত অবস্থায় পুলিশের এসআই এর মৃত্যুতে পুলিশ সুপার ও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের শোক প্রকাশ
- বিরল রোগে আক্রান্ত শিশু মেঘলার চিকিৎসা করালেন এমপি হাবিবে মিল্লাত
- নির্বাচনের আগে বিএনপি ভাঙবেই
- যে আইনে নিশ্চিতভাবেই হচ্ছে তারেক রহমানের প্রত্যাবাসন!
- তারেককে লন্ডন থেকে ফিরিয়ে আনার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- লন্ডনে বৈঠকে বসছেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি
- বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা
- "হামরা এবার বেটিক ভাল ঘরে বিয়া দিবার পারমো,বাহে"-উক্তিটি জনৈক মহিলার
- নড়াইলে শূন্য আসনে উপ-নির্বাচন হত্যা মামলার আসামিসহ ৬ জন মনোনয়ন পত্র দাখিল?
- চাঁদার দাবীতে নির্যাতনের অভিযোগ : ছাত্রলীগের সাঃ সম্পাদক রনিকে অব্যাহতি