ক্ষমা চাইলে সব ভুলে আবার সংসার শুরু করতাম: শাকিব
বাংলাদেশ প্রেস ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশনে শাকিব খানের করা ডিভোর্সের আবেদনের দু'দফা সমঝোতা বৈঠকে ঢালিউড সুপারস্টার উপস্থিত না থাকায় ভেস্তে গেছে তাদের নতুন করে সংসার গড়ার পথ। এদিকে, আগামী ২২ ফেব্রুয়ারি পূর্ণ হবে ডিভোর্স আবেদনের তিন মাস। একই সঙ্গে কার্যকর হবে ডিভোর্স।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘সহ্যের সীমা আছে, তার জন্য কী করিনি, সে আমাকে স্বামী হিসেবে কখনো মানেনি চেয়েছিলাম সুখে শান্তিতে ঘর করতে। তারপরেও সে নানাভাবে আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছে। সর্বশেষ গত বছরের ১০ এপ্রিল আমার বিরুদ্ধে আমার সন্তানকে নিয়ে টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে যাওয়া কি তার উচিত ছিল? তারপরেও আমি তার ও আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে বার বার সব ভুলে যাওয়ার চেষ্টা করেছি।'
শাকিব খান বলেন, '১০ এপ্রিলের ঘটনার পরেও নিয়মিত তার বাসায় যেতাম, তার ও আমাদের সন্তানের খোঁজখবর নিতাম। মাসে যা ভরণ-পোষণ দরকার সবই দিচ্ছি। এত কিছুর পরেও সে কখনো আমাকে ঘিরে তার করা নেতিবাচক কর্মকাণ্ডের জন্য একবারও সরি বলেনি। সে শুধু আমাকেই অপমান করেনি। আমার বাবা-মাকেও অসম্মান করেছে। সে যদি একবার সবার সামনে এর জন্য ক্ষমা চাইত আমি অবশ্যই সব ভুলে গিয়ে আবার ঘর সংসার শুরু করতাম।'
শাকিব দুঃখ করে বলেন, 'এরপর আবার সে আমার বাচ্চাকে বাসায় কাজের মানুষের কাছে রেখে ঘর তালাবদ্ধ করে দেশের বাইরে চলে যায়। এমন খবরে সন্তানের জন্য চরম উৎকণ্ঠিত হয়ে দেশে এসে সন্তানকে উদ্ধারে নিকেতনে তার বাসায় ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারলাম, দরজায় তালা দিয়ে অপু চাবি নিয়ে চলে গেছে। এরপর বাবা হিসেবে আমি কেমন মানসিক যাতনায় ছিলাম তা কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।'
ঢালিউড সুপারস্টার বলেন, 'এরপরও কিছু বলিনি। অপু ফিরে এসে এর জন্য আমার কাছে ক্ষমা তো চায়নি বরং আমার বিরুদ্ধে আবার বিষোদগার শুরু করে। এই অবস্থায় তাকে ডিভোর্স দেওয়া ছাড়া আমার আর কোনো পথ ছিল না। ২২ নভেম্বর বাধ্য হয়ে আইনজীবী মারফত ডিভোর্স লেটার পাঠাই।'
- দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
- বড়বাজারে আগুন
- সোনারগাঁয়ে নাতিগ্রুপের হামলায় নিহত ১
- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
- জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি আজ
- ধসে পড়ার ঝুঁকিতে ওয়াহিদ ম্যানশন: বুয়েটের বিশেষজ্ঞ দল
- ট্রেনে ভিয়েতনাম যাবেন কিম
- টানা ২ দিন কেঁদেছিলেন নেইমার!
- ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র-হেরোইন উদ্ধার
- কোলেস্টেরল কমে যেসব খাবারে
- আগুন যখন দুর্নীতিতে দগ্ধ - মানুষ পুড়বেই, মাননীয় প্রধানমন্ত্রী!
- ১৩ দিন ধরে ঢাকা মেডিকেলে অজ্ঞান কে এই ফুটফুটে কিশোর?
- ধানমন্ডিতে প্রাইভেটকার ও বাসে আগুন
- চকবাজারের আগুনে এ পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৮০
- আজ অমর একুশে
- ২২ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী
- সোহরাওয়ার্দী মেডিকেলের অগ্নিকাণ্ডের রহস্য!
- সড়কে স্বতন্ত্র এমপি রহিম উল্লাহ’র ‘ব্যাডাগিরি’
- আত্মহত্যার আগে জাবি ছাত্রীর শেষ স্ট্যাটাস
- সালমান-সানাইয়ের পর তালিকায় রেশমী, ভাদাইমারা