বিদেশি উকিল, তারেকের চাঁদাবাজির নয়া কৌশল
আবদুল মালেক, উপ-সম্পাদক, বাংলাদেশ প্রেস
বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন। স্বভাবতই বিএনপি নেতৃবৃন্দের ধারনা জন্মেছিল, মামলা দিয়ে তাঁকে জেলে পাঠাবে এমন দুঃসাহস হাসিনা সরকারের নেই। এমন কি তারা প্রকাশ্যেই বলতো, 'তাঁকে দন্ড দিয়ে দেখুক না, সরকারের বুকের পাটা কত বড়?'। তবে এই আস্ফালন সত্বেও মনের গভীরে দুর্ভাবনা তাদের ছিল। তবে জনগনের উপর 'over confidence' থেকেই তারা বলতো, 'আর যদি দন্ড কিংবা জেল হয়েও যায় তাহলে দেশের জনগন তুড়ি মেরেই তাঁকে মুক্ত করে ফেলবে'। কিন্তু বাস্তবতা কিন্ত ভিন্ন কিছু বলছে।
প্রথম প্রথম বেগম জিয়ার অনুসারী এবং আইনজীবীরা যে গরম গরম বক্তৃতা-বিবৃতি দিতেন, সময়ের পরিক্রমায় সেগুলো এখন মিইয়ে যেতে বসেছে। তাঁর উকিল, মোক্তাররা তাঁর জন্য কদ্দুর কি করতে পারবে সে ব্যাপারেও তিনি যথেষ্ট সন্দিহান এবং এই বাস্তবতা মাথায় রেখেই নিয়োগ দেয়া হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৃটিশ আইনজীবী ও সাবেক বৃটিশ এমপি লর্ড কার্লাইল সাহেবকে। বিএনপির সূত্রে বলা হচ্ছে তিনি বেগম জিয়ার ল'ইয়ার্স প্যানেলকে পরামর্শ দেয়ার পাশাপাশি বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরবেন। কিন্তু ভেতরকার ঘটনা একটু ভিন্ন।
বৃটেনে কার্লাইল সাহেব বেশ আলোচিত এক নাম। বিশ্বজুড়ে বড় বড় সন্ত্রাসী, অসৎ ও দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা, দন্ডপ্রাপ্ত অথচ ধনাঢ্য আসামীরা তার দ্বারস্থ হয়। তিনি তাদের বৃটেনে থাকার সুযোগ করে দিয়ে বৃটিশ অর্থনীতির স্বাস্থ্য মোটা-তাজা করে চলেছেন দীর্ঘদিন যাবৎ। তারেক জিয়ার তিনি উকিল এবং তিনিই তার রাজনৈতিক আশ্রয়ের সাহায্যকারি। এহেন মি. কার্লাইল বাংলাদেশে আসতে ব্যর্থ হয়ে ভারতের নয়া দিল্লীতে বেগম জিয়ার মামলা নিয়ে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে দিল্লী পৌঁছুলে ভারতীয় ইমিগ্রেশন তাকে ঢুকার পারমিশন না দিয়ে পুনরায় হিথ্রোগামী ফ্লাইটে তুলে দেয়। ঠিক কাজই করেছে দিল্লী, বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীন বিষয়। এখন এর শেষ পরিনতি দেখার অপেক্ষা করতে হবে। তবে এই ফিরিঙ্গি সাহেবের নিয়োগ আর তারেক রহমানের চাঁদাবাজি নাকি একসূত্রে গাঁথা।
অবশ্য তারেক রহমানে চাঁদাবাজি কোন ঘটনা নয়। তার চাঁদাবাজি নিয়ে দলের অনেক নেতা বিরক্ত। নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র নেতা জানান, বেগম জিয়ার মুক্তির জন্য বিদেশি উকিলের বিন্দুমাত্র প্রয়োজন ছিলনা, আমাদের উকিল-ব্যারিস্টারগন যথেস্ট বিদ্বান, মেধাবী এবং অভিজ্ঞ । এর পিছনে অন্য রকম লাভালাভের সংযোগ আছে। বেগম জিয়া জেলে যাবার পর যুবরাজ তারেকের আয়-রোজগার কমে গেছে, কেননা তার নিজস্ব কোন আয় নেই। চাঁদাবাজি করেই চলছে বৃটেনে তার ও পরিবারের বিলাসবহুল জীবন। বর্তমানে অনেকেই আর আগের মতো মুক্ত হস্তে ভিক্ষা দিতে চাইছে না। অথচ লন্ডনের বিলাসী জীবনের খাই-খরচা ও কার্লাইল সাহেবের মাসিক ২০ হাজার পাউন্ড (প্রায় ২৩ লাখ টাকা)-এর জোগার করা শক্ত কাজ। আর তাই লর্ড সাহেবকে মায়ের উকিল হিসাবেও নিয়োগ দেয়া হলো যা দেখিয়ে এখন নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। এছাড়া বেগম সাবের মামলার জন্যেও দিতে হবে ১১৪ কোটি টাকা। অতএব, ফিরিঙ্গি লর্ড কার্লাইল, তারেকের চাঁদাবাজির নয়া হাতিয়ার।।
লেখকঃ উপ-সম্পাদক, বাংলাদেশ প্রেস।
- সোহেল তাজ আসছে আপনার দরজায়
- সঞ্চালন লাইনে ফাটল, রাজধানীর বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ
- রাজ্জাক পদত্যাগ করায় ‘ব্যথিত ও মর্মাহত’ বাংলাদেশ জামায়াত
- ইয়াবাকারবারিদের আত্মসমর্পণ: সাড়ে তিন লাখ ইয়াবা ও ৩০ অস্ত্র জমা
- পায়রায় ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সিমেন্সের সঙ্গে চুক্তি
- আখেরি মোনাজাতে শেষ হলো যোবায়েরপন্থিদের ইজতেমা
- প্রধানমন্ত্রীকে ৯৮ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থার অভিনন্দন
- মুজিব বর্ষ উদযাপন কমিটিতে সালাউদ্দিন-মাশরাফি
- ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী আজ
- থেমে গেল অবিনশ্বর কবিকণ্ঠ
- ৬০ দিনের মধ্যে সড়কের বিপজ্জনক খুঁটি সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট
- দেশে ফিরে আসার শর্তে শিক্ষাবৃত্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী
- সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন ট্রেন এসে পৌঁছেছে দেশে
- পল্লীবিদ্যুতের দালালকে নিয়ন্ত্রণ করে অফিসার
- বনবিভাগের মালি শত কোটি টাকার মালিক!
- ৩৮ বিজিবির অভিযানে অপহরণের ৩দিন পরে ১ব্যক্তিকে উদ্ধার
- অভিন্ন পদ্ধতিতে হবে শিক্ষক-কর্মচারী নিয়োগ
- হাতীবান্ধায় ভেজাল খাদ্য তৈরির দায়ে কারখানা মালিকের জেল
- মুদির দোকান থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার কিশোরী
- চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক আহত