পদ্মা সেতু
দৃশ্যমান হবে ২৪শ’ মিটার , ১৬তম স্প্যান বসছে আজ
নিজস্ব প্রতিনিধি ■ বাংলাদেশ প্রেস
পদ্মা সেতুর ১৬তম স্প্যান বসতে যাচ্ছে আজ মঙ্গলবার। স্প্যানটি ১৬ ও ১৭ নং পিলারের উপর বসানো হবে। এটি বসে গেলে সেতুর ২৪শ’ মিটার বা প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হবে।
এছাড়া এ মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে অন্তত আরো ২টি স্প্যান। এর পূর্বে ১৫টি স্প্যান বসানোর মাধ্যমে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটির ২২৫০ মিটার বা ২কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছে। এখন দিন গড়ানোর সাথে সাথে পদ্মা সেতুও দীর্ঘায়িত দৃশ্যমান হবে বলে পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবীর জানান।
তিনি বলেন, মঙ্গলবার সকল ৯টার দিকে ভাসমান ক্রেন তিনাই-ই-তে করে স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হবে। কনস্টাকশন ইয়ার্ড থেকে ১৬ ও ১৭ নং পিলারের দূরত্ব কম হওয়ায় এটি নিয়ে যেতে ভাসমান ক্রেনের তেমন সময় লাগবেনা। আশা করা যাচ্ছে আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকলে দুপুরের মধ্যেই স্প্যানটি পিলারের উপর বসানো সম্ভব হবে।
এর পরে কয়েকদিনের মধ্যেই ‘৪ডি’ নম্বর স্প্যানটি ২২ ও ২৩ নম্বর পিলারের উপর বসানো হবে। এটির প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এ ছাড়া ২১ ও ২২ নং পিলারের উপর আরো একটি স্প্যান এ মাসেই বসানো হবে। এছাড়া ২২ ও ২৩ নম্বর খুঁটির জন্য তৈরি করা ৪ডি স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর খুঁটির কাছে প্লাটফরম তৈরি করে নদীর তীরে রাখা আছে। কিন্তু নদীর চ্যানেলের নাব্যতার কারণে স্প্যানটি সেখান থেকে তুলে এনে স্থাপনে বিলম্ব হচ্ছে। পলি জমে থাকায় নাব্য সংকটের কারণে ক্রেনবাহী জাহাজ খুঁটির কাছে পৌঁছতে পারছিলনা তাই স্প্যান বসাতে বিলম্ব হচ্ছিল। তবে দিনরাত ড্রেজিং করে ওই এলাকায় নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে।
এদিকে ওয়ার্কশপের ইয়ার্ডে ৬এ, ৬বি, ৫সি ও নম্বর স্প্যান বেশ কিছু দিন ধরে তৈরি আছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজারে রাত দিন ড্রেজিং করায় নাব্যতা সংকট এখন কমে এসেছে। এদিকে ৪১টি স্প্যানের মধ্যে মাওয়ায় পৌঁছেছে ৩১টি স্প্যান। এর মধ্যে ১৫টি স্প্যান স্থাপন করা হয়েছে। আর ৫টি প্রস্তুত এবং ৩টি রং করা ছাড়া বাকি ৮টি স্প্যান ফিটিংয়ের কাজ চলছে।
সেতুর নিচের অংশে রেলওয়ে স্লাব বসে গেছে ৩৬২টি। মোট ২৯৫৯টি প্রিকাস্ট স্লাব প্রয়োজন হবে। এরমধ্যে ২৯২৪ টি শেষ হয়েছে।
- লাল-সবুজের প্রিয় বাংলাদেশে আজ বিজয় দিবস
- রামপুরা মহানগর প্রজেক্টে আগুন
- দেশ বিভাজনে স্নায়ুযুদ্ধের চাপ ভারত কতটা বহন করতে সক্ষম?
- ভিসি অফিসের পর্দা কিনতে ২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়
- বঙ্গবন্ধু কলেজ সিওয়াইবির সভাপতি স্বাধীন, সাঃসম্পাদক মেহেদি
- ১৬ই ডিসেম্বর বাঙালীর ন্যায্যতা, কারো অনুদান নয়
- যতটুকু আছে তা দিয়ে শুরু হোক নিরাপদ কর্মক্ষেত্র মাতৃভূমিতে
- চালের দরে মিলারদের কারসাজি চলছেই; আমনেও ভোক্তার স্বস্তি ফেরেনি
- ওজিলের সেই জ্বালাময়ী টুইট নিয়ে যা জানাল আর্সেনাল
- চট্টগ্রামে জাতীয় পার্টির বাবলু ও গণফ্রন্ট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- শহীদ বুদ্ধিজীবীর ছেলে ফুটপাতের চা বিক্রেতা
- লন্ডন ও যুক্তরাষ্ট্রের গর্তথেকে টেনে হিচড়ে নিয়ে আসুন বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারিদের
- রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা
- গোপন সংবাদ ভিতিতে ডিবির অভিযান , টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকুরি গ্রেপ্তার-১
- বাক স্বাধীনতার "দুই চোখ"
- বন্ধ হয়ে যাচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ!
- জাবি ভিসির অফিস সাজাতে খরচ ৮৪ লাখ টাকা!
- বিপিএলে ওয়াইড-নো'র পর এবার রান আউট, ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহ
- ভারতে এনআরসি-সিএবি রুখতে গণআন্দোলনের ডাক মমতার
- ডিমলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ পেয়ে খুশি অসহায় পরিবার