জবিতে মহাসমারোহে নববর্ষ ১৪২৫ কে বরণ
বাংলাদেশ প্রেস ,নোমান আল আব্দুল্লাহ,জবি প্রতিনিধি
মঙ্গল শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানাদির মধ্যদিয়ে জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ-১৪২৫ কে বরণ করে নিল পুরানো ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
পহেলা বৈশাখে ( ১৪ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর নেতৃত্বে
সকাল ৯ টায় জবি ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এম.পি।
শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে রায়সাহেব বাজার, তাঁতিবাজার মোড় হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের ফিরে আসে।
মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ‘জাতীয় ফল কাঁঠাল’। পাশাপাশি কাঠবিড়ালী, শেয়াল, তাল, কামরাঙ্গাসহ দেশীয় বিভিন্ন ফল-ফলাদির প্রতিকৃতি, পুতুল, পাখি, পেঁচা ও রাজা-রানীর মুখোশ, ঘোড়া, সিকা, সরা, অন্যান্য লোকজ ঐতিহ্য, অলংকৃতপাত্র দিয়ে শোভাযাত্রায় গ্রাম বাংলার নৈসর্গিক দৃশ্যকে তুলে ধরা হয়েছে।
মঙ্গল শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ছাত্রনেতৃবৃন্দ, কর্মচারীসহ পুরানো ঢাকার স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ ও সাংস্কৃতিক সংগঠনসমূহ অংশগ্রহণ করেন।
এরপর মঙ্গল শোভাযাত্রা শেষে সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “বাংলা বর্ষবরণ একটি সার্বজনীন উৎসব, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে। ৯০-এর দশক থেকে বাংলা নববর্ষ উদযাপন নতুন মাত্রায় রূপ নেয় এবং মঙ্গল শোভাযাত্রা হতে অশুভ শক্তির বিরুদ্ধে জাতির বার্তা পৌছে দেয়া শুরু হয়।”
তিনি বলেন, “সাম্প্রদায়িকতা দূর করে অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরার জন্য এই মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন অনুষঙ্গ ব্যবহৃত হয়। সেই হিসেবে এ বছর আমরা মঙ্গল শোভাযাত্রার মূল বার্তা ‘সুষম বন্টন ও টেকসই উন্নয়ন’ নির্ধারণ করি অর্থাৎ উন্নয়নের ধারাকে টেকসই করতে হবে। এর প্রতীকী হিসেবে এবারের শোভাযাত্রার মূল থিম কাঁঠাল রাখা হয়েছে। কারণ কাঁঠাল একমাত্র ফল যা অন্যকে ভাগ না দিয়ে খাওয়া যায় না। লুকিয়ে একা একা খাওয়ার ও সুযোগ নেই, কাঁঠালের সুমিষ্ট গন্ধ জানান দিবে কোথায় কাঁঠাল খাওয়া হচ্ছে। কাঁঠালের অবশিষ্টাংশ ছেড়ে দিতে হবে পশু পাখিকে খাওয়ার জন্য। জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে উদ্বুদ্ধ করতে শোভাযাত্রায় কাঁঠালের পিছনে সঙ্গী হবে কাঠবিড়ালী ও শিয়াল। সব কিছুতে যার যার ন্যায্য হিস্যা বণ্টনের মাধ্যমে নিশ্চিত হোক টেকসই উন্নয়ন।”
তিনি আরো বলেন, “আমাদের দেশ উন্নয়নশীল দেশে উপনীত হতে পেরেছে। মাথাপিছু আয় বেড়েছে, অর্থনৈতিক অগ্রগতিও দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বৈষম্য বাড়ছে, এই বৈষম্য কমাতে হবে। সম্পদের সুষম বণ্টন হলে ধনী-দরিদ্র্যের মাঝে সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং উন্নয়ন টেকসই হবে।”
এরপর, সংগীত বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরমধ্যে নৃত্য, দলীয় সংগীত, নজরুল গীতি, লোক সংগীত উল্লেখযোগ্য। এছাড়াও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে কমলা রানীর সাগর দীঘীর পালাগান অবলম্বনে কিচ্ছাপালা পরিবেশিত হয়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলে আনন্দে নেচে গেয়ে উদ্বেলিত ও উৎফুল্ল হয়ে বর্ষবরণকে আনন্দবহ করে তুলে।
- যশোরের বাগআঁচড়ায় যৌতুকের দাবী পুরন না করায় স্বামীর হাতে স্ত্রী খুন
- ভালুকায় বাংলা নববর্ষ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক চাকুরীর পরীক্ষার্থী নিহত
- আইলমারা পাড়া ধম্মাজয়ো বৌদ্ধ বহিারে ৬৫লক্ষ টাকা প্রকল্পন উদ্ভোধন করলনে - বীর বাহাদুর
- ইউপিডিএফ এর হুমকিতে উদ্বাস্তু ৩৮ পরিবার, প্রশাসনের ত্রাণ বিতরণ
- মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজে বিশুদ্ধ খাবার পানি সরবরাহে চরম সংকট
- তাহিরপুরে পল্লী বিদ্যুতের খুটির চাঁপায় পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- রাবিতে নাটোর জেলা সমিতির অভিষেক আলোচনাসভা
- সিরিয়ায় মাটির নিচের বাংকারে নেয়া হচ্ছে পরীক্ষা
- থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- নড়াইলে কর্মরত অবস্থায় পুলিশের এসআই এর মৃত্যুতে পুলিশ সুপার ও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের শোক প্রকাশ
- বিরল রোগে আক্রান্ত শিশু মেঘলার চিকিৎসা করালেন এমপি হাবিবে মিল্লাত
- নির্বাচনের আগে বিএনপি ভাঙবেই
- যে আইনে নিশ্চিতভাবেই হচ্ছে তারেক রহমানের প্রত্যাবাসন!
- তারেককে লন্ডন থেকে ফিরিয়ে আনার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- লন্ডনে বৈঠকে বসছেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি
- বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা
- "হামরা এবার বেটিক ভাল ঘরে বিয়া দিবার পারমো,বাহে"-উক্তিটি জনৈক মহিলার
- নড়াইলে শূন্য আসনে উপ-নির্বাচন হত্যা মামলার আসামিসহ ৬ জন মনোনয়ন পত্র দাখিল?
- চাঁদার দাবীতে নির্যাতনের অভিযোগ : ছাত্রলীগের সাঃ সম্পাদক রনিকে অব্যাহতি